Ga Chhunye Bolchhi

বলো কেমন তোমার মন মেজাজ, আমি এই গলির তিরন্দাজ
সেজে ভাবছি
কাল বিকেলে ধরবো হাত, বাক্যবাণে করবো কাত
ভাবছি যত তারও বেশি ঘামছি

তোমার বাবার উচ্চস্বর, যেন কংসরাজের বংশধর
শুধু কাশছে
Office যাওয়ার নামটি নেই, বারান্দাতে phone হাতে
আমার দিকে বিশ্রীভাবে তাকাচ্ছে

আমি তোমার গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে আমার
গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে
মাসিমার পা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে আমার
গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে

পুজোর আগে নীল আকাশ, গান শোনানোর অবকাশ
ভালো লাগছে
তোমার নাটকের পঙ্গপাল, rehearsal-এ নাজেহাল
ফালতু সবার সবার সময়গুলো খাচ্ছে

তার চেয়ে এসো মাঝদুপুর, ছিপ ফেলেছি ওই পুকুর
তুমি আসবে
একটা scene তো লিখতে দাও, তারপরে decision নাও
রাখবে কি, না অন্য কোথাও থাকবে

আমি তোমার গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে আমার
গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে
মাসিমার পা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে আমার
গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে

পাশ কাটিয়ে যাচ্ছো রোজ, দেখাচ্ছো তুমি অস্বাভাবিক ব্যস্ত
তুমি কি দেখতে পাও না, না কি তুমি দেখতে চাও না
থাক আমি দূরে চলে যাই
আমারও ego আছে, আমারও ego আছে
ওগো, আমার ego আছে

Ego-ফিগো ফেলে গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে আমার
গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে
মাসিমার পা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে আমার
গা ছুঁয়ে বলছি, তোমায় দারুণ লাগে



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link