Pyechhi Chhuti

পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই
পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই
পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই

ফিরায়ে দিনু দ্বারের চাবি
রাখি না আর ঘরের দাবি
সবার আজি প্রসাদবাণী চাই
সবারে আমি প্রণাম করে যাই

পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই

ফিরায়ে দিনু দ্বারের চাবি
রাখি না আর ঘরের দাবি
সবার আজি প্রসাদবাণী চাই
সবারে আমি প্রণাম করে যাই

পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই

অনেক দিন ছিলাম প্রতিবেশী
দিয়েছি যত নিয়েছি তার বেশি
অনেক দিন ছিলাম প্রতিবেশী
দিয়েছি যত নিয়েছি তার বেশি

প্রভাত হয়ে এসেছে রাতি
নিবিয়া গেল কোণের বাতি
প্রভাত হয়ে এসেছে রাতি
নিবিয়া গেল কোণের বাতি
পড়েছে ডাক চলেছি আমি তাই
সবারে আমি প্রণাম করে যাই

পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই

ফিরায়ে দিনু দ্বারের চাবি
রাখি না আর ঘরের দাবি
ফিরায়ে দিনু দ্বারের চাবি
রাখি না আর ঘরের দাবি

ফিরায়ে দিনু দ্বারের চাবি
রাখি না আর ঘরের দাবি
সবার আজি প্রসাদবাণী চাই
সবারে আমি প্রণাম করে যাই

পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই
সবারে আমি প্রণাম করে যাই



Credits
Writer(s): Rabindra Sangeet
Lyrics powered by www.musixmatch.com

Link