Je Jon Tomay Dake

যে জন তোমায় ডাকে পরান ভরিয়া
তাকে কি তুমি মাগো দেখো না চাহিয়া
যে জন তোমায় ডাকে পরান ভরিয়া
তাকে কি তুমি মাগো দেখো না চাহিয়া
তাই কি আমরা চলেছি ভাসিয়া
তাই কি আমরা চলেছি ভাসিয়া
ভুলেও তুমি বুঝি লবে না তুলিয়া
তাকে কি তুমি মাগো দেখো না চাহিয়া

যে জন তোমায় ডাকে পরান ভরিয়া
তাকে কি তুমি মাগো দেখো না চাহিয়া

তোমার চরন ধরি রয়েছি বসিয়া
মা, মা, মাগো
তোমার চরন ধরি রয়েছি বসিয়া
রাখো গো রাখো গো পায়ে, ফেলো না ঠেলিয়া
রাখো গো রাখো গো পায়ে, ফেলো না ঠেলিয়া
করুণা নয়নে মাগো দেখো গো চাহিয়া
করুণা নয়নে মাগো দেখো গো চাহিয়া
ভবা সংসার সাগরে যেন মরে না ডুবিয়া
ভবা সংসার সাগরে যেন মরেনা ডুবিয়া

যে জন তোমায় ডাকে পরান ভরিয়া
তাকে কি তুমি মাগো দেখো না চাহিয়া
তাই কি আমরা চলেছি ভাসিয়া
তাই কি আমরা চলেছি ভাসিয়া
ভুলেও তুমি বুঝি লবে না তুলিয়া
তাকে কি তুমি মাগো দেখো না চাহিয়া

যে জন তোমায় ডাকে পরান ভরিয়া
তাকে কি তুমি মাগো দেখো না চাহিয়া
দেখো না চাহিয়া, দেখো না চাহিয়া



Credits
Writer(s): Bhaba Pagla
Lyrics powered by www.musixmatch.com

Link