Bhenge Mor Ghorer Chabi

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা একা একা
দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার

বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ
পৌঁছবে না মোর-দুয়ারে

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার

আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে
আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে
তোমারি দেখা পেলে সকল ফেলে
ডুববে আলোক-পারাবারে

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার

প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
প্রভাতের পথিক সবে এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে
অরুণবীণার তারে তারে

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা একা একা
দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link