Hok Kolorob

হোক কলরব, ফুলগুলো সব
লাল না হয়ে, নীল হলো ক্যান?
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?

হোক কলরব, ফুলগুলো সব
লাল না হয়ে, নীল হলো ক্যান?
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?

হোক অযথা এসব কথা
তাল না হয়ে, তিল হলো ক্যান?
কূয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে, ঝিল হলো ক্যান?

হোক অযথা এসব কথা
তাল না হয়ে, তিল হলো ক্যান?
কূয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে, ঝিল হলো ক্যান?

হোক অযথা এসব কথা
তাল না হয়ে, তিল হলো ক্যান?
কূয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে, ঝিল হলো ক্যান?
ধুত্তরি ছাই মাছগুলো তাই
ফুল না হয়ে, চিল হলো ক্যান?
হোক কলরব, ফুলগুলো সব
লাল না হয়ে, নীল হলো ক্যান?

হোক কলরব, ফুলগুলো সব
লাল না হয়ে, নীল হলো ক্যান?
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?

ধুত্তরি ছাই, মাছগুলো তাই
ফুল না হয়ে, চিল হলো ক্যান?
হোক কলরব ফুলগুলো সব
লাল না হয়ে, নীল হলো ক্যান?

লাল না হয়ে, নীল
খাল না হয়ে, ঝিল
তাল না হয়ে, তিল
ফুল না হয়ে, চিল হলো ক্যান?

লাল না হয়ে, নীল
তাল না হয়ে, তিল
খাল না হয়ে, ঝিল
ফুল না হয়ে, চিল হলো ক্যান?



Credits
Writer(s): Shayan Chowdhury Arnob
Lyrics powered by www.musixmatch.com

Link