Dekh Dekhi Mon Nayan Mude

দেখ দেখি, মন, নয়ন মুদে, ভালো করে
ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে
দেখ দেখি, মন, নয়ন মুদে, ভালো করে

কত যে ধুলো, মাটি, ছাই
খাট, বিছানা দূরের কথা
আসনখানাও নাই
কত যে ধুলো, মাটি, ছাই
খাট, বিছানা দূরের কথা
আসনখানাও নাই

তবু করেনি কো অভিমান
দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন
এমনি দয়াল প্রাণ
এমনি কোমল প্রাণ

ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন
প্রাণ বিলায়ে পায়ে ধরে

দেখ দেখি, মন, নয়ন মুদে, ভালো করে

ওরে ওর কাঙাল সখা নাম
কাঙাল বেশে দেয় দেখা আর
পূরায় মনস্কাম
ওরে ওর কাঙাল সখা নাম
কাঙাল বেশে দেয় দেখা আর
পূরায় মনস্কাম

প্রেম দয়ার বরাভয়
দিয়ে হেসে হেসে কত কথা কয়
আর কি দুঃখ রয়?
আর কি ব্যথা রয়?

যদি তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি
অভয় পদে থাক পড়ে

দেখ দেখি, মন, নয়ন মুদে, ভালো করে



Credits
Writer(s): Rajanikanta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link