Mon Kharaper Golpo

ফের উদাসীন, একলা বিকেল
অপেক্ষাতে আমার চোখ
এক দৃষ্টিতে তাকিয়ে থাকি
মন খারাপের গল্প হোক

ফের উদাসীন, একলা বিকেল
অপেক্ষাতে আমার চোখ
এক দৃষ্টিতে তাকিয়ে থাকি
মন খারাপের গল্প হোক

এলে নাহয় জানিয়ো এবার
অপেক্ষাতে তোমার আমার
ইচ্ছে আছে তোমার সাথে
সময় কাটাবার

কখন তুমি ধরবে যে গান
আনন্দেতে একটু মেতে
সেই গানেতে হৃদয় জুড়োয়
তাই তো থাকি দু'কান পেতে

সময় হলে একটু এসো
হাঁটবো নাহয় লোকের ভিড়ে
ফিরতে নাহয় দেরি হলো
চাঁদের আলো রাস্তা ঘিরে

যখন তুমি দেখবে দূরে
আকাশ বাজে তোমার সুরে
দেখবে আমি অপেক্ষাতেই
মেঘ সুরেরই অন্তঃপুরে
দেখবে আমি অপেক্ষাতেই
মেঘ সুরেরই অন্তঃপুরে



Credits
Writer(s): Mohul Bagchi, Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link