Bhule Bhara Jiban

আমি যখন ভাবতে বসি
ভাবি, জীবনে কী পেলাম?
দেখি সবই শূন্য, চারিদিক শূন্যতায় ভরা
আসলে সারা জীবনটাই তো ভুলে ভরা

ভুলে ভরা জীবন আমার, ভুল, শুধু ভুল
ভুলে ভরা জীবন আমার, ভুল, শুধু ভুল
সারা জীবন ধরেই দিলাম ভুলেরই মাসুল
ভুলে ভরা জীবন আমার, ভুল, সবই ভুল

অবোধ যখন ছিলাম আমার ভাঙেনি তো ভুল
মনের ভিতে ভুলের চারায় ধরলো মুকুল
অবোধ যখন ছিলাম আমার ভাঙেনি তো ভুল
মনের ভিতে ভুলের চারায় ধরলো মুকুল
যৌবনে সে মুকুলেতে ফুটলো ভুলের ফুল

ভুলে ভরা জীবন আমার, ভুল, শুধু ভুল

ভুলের খেয়ায় পাড়ি দিলাম প্রেমেরই স্রোতে
টলোমলো ঢেউয়ের দোলায় উঠেছি মেতে
ভুলের খেয়ায় পাড়ি দিলাম প্রেমেরই স্রোতে
টলোমলো ঢেউয়ের দোলায় উঠেছি মেতে
অবশেষে নিঃস্ব হয়ে হারিয়েছি কূল

ভুলে ভরা জীবন আমার, ভুল, শুধু ভুল
ভুলে ভরা জীবন আমার, ভুল, শুধু ভুল
সারা জীবন ধরেই দিলাম ভুলেরই মাশুল
ভুলে ভরা জীবন আমার, ভুল, শুধু ভুল
ভুল, সবই ভুল
ভুল, শুধু ভুল



Credits
Writer(s): Samar Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link