Hay Re Kala Eki Jwala (Lofi)

হায় রে (হায় রে)
হায় রে (হায় রে)
হায় রে কালা (হায় রে কালা)

হায় রে কালা, এ কী জ্বালা
বাঁশি শুনে ঘরে রইতে পারি না
হায় রে কালা, এ কী জ্বালা
বাঁশি শুনে ঘরে রইতে পারি না
হায় রে কালা, এ কী জ্বালা
বাঁশি শুনে ঘরে রইতে পারি না

বাঁশি শুনে ঘরে রইতে পারি না
বাঁশি শুনে ঘরে রইতে পারি না
আরে, রইতে পারি না রে, কালা

হায় রে কালা, এ কী জ্বালা
বাঁশি শুনে ঘরে রইতে পারি না

হায় রে (হায় রে)
হায় রে (হায় রে)
হায় রে কালা (হায় রে কালা)
হায় রে কালা (হায় রে কালা)
বাঁশি শুনে ঘরে রইতে পারি না (পারি না)

কোন বাঁশেতে হয় রে বাঁশি, জানতে যদি পাই
কোন বাঁশেতে হয় রে বাঁশি, জানতে যদি পাই
ঝাড়ে মূলে উপাড়িয়া নদীতে ভাসাই

জানি না, কালা, ছলা কলা
আরে, জানি না, কালা, ছলা কলা
এই জ্বালা আর সইতে পারি না

হায় রে কালা (হায় রে কালা)
হায় রে কালা (হায় রে কালা)
বাঁশি শুনে ঘরে রইতে পারি না (পারি না)



Credits
Writer(s): R D Burman, Swapan Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link