Dhonno Dhonno Boli tare

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে
বেঁধেছে এমনে ঘর, বেঁধেছে এমনে ঘর
শূন্যের উপর পোস্তা করে

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে

সবেমাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
সবেমাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি

খুঁটির গোড়ায় নাইকো মাটি
কীসে ঘর রবে খাঁটি
কীসে ঘর রবে খাঁটি
ঝড় তুফান এলে পরে

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে
বেঁধেছে এমনে ঘর, বেঁধেছে এমনে ঘর
শূন্যের উপর পোস্তা করে

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে

মূলাধার কুঠুরি নয়টা
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে

উপর নিচে সারি সারি
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
সাড়ে নয় দরজা তারই
লালন কয়, "যেতে পারি"
লালন কয়, "যেতে পারি
কোন দরজা খুলে ঘরে"

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে
বেঁধেছে এমনে ঘর, বেঁধেছে এমনে ঘর
শূন্যের উপর পোস্তা করে

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে

ধইন্য ধইন্য বলি তারে
ধইন্য ধইন্য বলি তারে



Credits
Writer(s): Traditional, Fakir Lalon Shah, Sayan Ganguly
Lyrics powered by www.musixmatch.com

Link