Ekhono Phonte Ni

এখনো ফোটেনি ভোরের আলো
ফাঁকা পথে দুটি ছোট মেয়ে
এখনো ফোটেনি ভোরের আলো
ফাঁকা পথে দুটি ছোট মেয়ে
কাগজ কুড়োতে বেরিয়েছে ওরা
সবাই যখন ঘুমিয়ে

এখনো ফোটেনি ভোরের আলো
ফাঁকা পথে দুটি ছোট মেয়ে

রাত্রি শেষের চেনা ইশারায় ওরা ছোটে
অনেক রাতের পরে ভোরের আলো যদি ফোটে
রাত্রি শেষের চেনা ইশারায় ওরা ছোটে
অনেক রাতের পরে ভোরের আলো যদি ফোটে

এভাবেই একদিন এদেরই তো কেউ
স্তুপে চাপা পড়ে মরে
তবুও বেরোয় ওরা ভোরের আগে
কাঁধে ছোট ঝোলাটি নিয়ে

এখনো ফোটেনি ভোরের আলো
ফাঁকা পথে দুটি ছোট মেয়ে

অনেক শিশুর মতো এদেরও ছিল আশা
পাওয়ার কথা ছিল জীবনের ভালোবাসা
অনেক শিশুর মতো এদেরও ছিল আশা
পাওয়ার কথা ছিল জীবনের ভালোবাসা

তবুও কেন এই ফুলের কুঁড়িরা
অকালে যায় ঝরে?
মনেও রাখে না কেউ এদের কথা
ফিরেও দেখে না তাকিয়ে

এখনো ফোটেনি ভোরের আলো
এখনো ফোটেনি ভোরের আলো
এখনো ফোটেনি ভোরের আলো
এখনো ফোটেনি ভোরের আলো
এখনো ফোটেনি ভোরের আলো



Credits
Writer(s): Dr. Amiya Kanti Bhowmick, Subhasish, Anirban
Lyrics powered by www.musixmatch.com

Link