Gerua Sada

বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম

গেরুয়া সাদা সবুজে রঙে
এই নিয়ে জাতীয় পতাকা
স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে
তিনটি রঙে তাই আঁকা

গেরুয়া সাদা সবুজে রঙে
এই নিয়ে জাতীয় পতাকা
স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে
তিনটি রঙে তাই আঁকা
গেরুয়া সাদা সবুজে রঙে

বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম

গেরুয়া হলো ত্যাগের প্রতীক
সে রঙে রঞ্জিত সব নাগরিক
গেরুয়া হলো ত্যাগের প্রতীক
সে রঙে রঞ্জিত সব নাগরিক
এমন কোনো দেশ পাবে না তুমি
যে দেশের ধূলিকণা সোনামাখা

গেরুয়া সাদা সবুজে রঙে
এই নিয়ে জাতীয় পতাকা
স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে
তিনটি রঙে তাই আঁকা
গেরুয়া সাদা সবুজে রঙে

বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম

শান্তির সন্ধান যদি তুমি চাও
ভাইয়ে ভাইয়ে হানাহানি যাও ভুলে যাও
শান্তির সন্ধান যদি তুমি চাও
ভাইয়ে ভাইয়ে হানাহানি যাও ভুলে যাও
সবুজ রঙের মাঝে নয়ন মেলো
দেশ মাতৃকার পাবে দেখা

গেরুয়া সাদা সবুজে রঙে
এই নিয়ে জাতীয় পতাকা
স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে
তিনটি রঙে তাই আঁকা
গেরুয়া সাদা সবুজে রঙে

বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম

উঠো কৃষকের লাঙল হতে পর্ণকুটির ভেঙে
এসো বাহিরে, দেখো চাহি রে
সূর্য উঠেছে রেঙে
উঠো কৃষকের লাঙল হতে পর্ণকুটির ভেঙে
এসো বাহিরে, দেখো চাহি রে
সূর্য উঠেছে রেঙে

সেই সূর্যেরে করো গো প্রণাম
বন্দনা করো তারে
মৈত্রীর ভাষা, সবুজের আশা
সেই তো দিতে পারে
সেই তো দিতে পারে

ভারত স্বাধীন, ভারত মহান
ভারত স্বাধীন, ভারত মহান
লক্ষ কণ্ঠে বলো বারেবারে
লক্ষ কণ্ঠে বলো বারেবারে
লক্ষ কণ্ঠে বলো বারেবারে

গেরুয়া সাদা সবুজে রঙে
এই নিয়ে জাতীয় পতাকা
স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে
তিনটি রঙে তাই আঁকা
গেরুয়া সাদা সবুজে রঙে

বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম

বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম



Credits
Writer(s): Radheshyam Ray
Lyrics powered by www.musixmatch.com

Link