Borishon

এই রৌদ্র আমায় রেখেছে তোমার ঝুমুর পিয়াসে নত
ফাল্গুনী ঠাম, বৈশাখী ঘাম, আষাঢ়ে গল্প যত
তুমি আসবে যখন তাণ্ডব হবে মেঘ অবনীর নৃত্য
প্রথমা বৃষ্টি ধুয়ে দেবে সব কল্মষ ইতিবৃত্ত

এই রৌদ্র আমায়-
এই রৌদ্র আমায়-
এই রৌদ্র আমায়-
এই রৌদ্র আমায়-

এই আকাশে মঞ্চ, আকাশেই মেঘ, আমিও উড়ব আকাশে
রৌদ্রকে শুষে হৃদয় পোড়াব, শ্বাস নেব ভেজা বাতাসে
তুমি মেলবে দৃষ্টি, খুঁজবে বৃষ্টি, খুলবে বাহুর আঙিনা
আমি বেআব্রু চোখে বলব, "কোনো সীমার বাঁধন মানি না"

এই আষাঢ়-শ্রাবণ, কদম-দোপাটি, গুল নার্গিস-কামিনী
মালঞ্চে সব নির্ঘুম, কবে আসবে রূপসী মালিনী
তারা জানে না তোমার খোলা চুল দেখে মেঘেরা গুমোট ঈর্ষায়
তুমি ফুল-জল সব কুড়োবে, যখন ভিজব দুজন বর্ষায়

এই নবধারা জল, রোদ-মেঘ ছল ধুয়ে দেবে দেখো নিশ্চিত
বজ্র-নিনাদে ধরা থরথর, ঘরে যাবে সাধু-পুরোহিত
নদী হিংসায় পুড়ে দেখবে তোমার বাহু খুলে মেলা ভরা বুক
বৃষ্টি কি তারে ভরাবে- এই তৃষ্ণায় সেও উন্মুখ

প্রথমা বরষা, নহলী নিনাদ কৃষ্ণ মেঘের চমকে
ফেলে দেব ছাতা, খুলব বসন, জরিয়ে ধরব তোমাকে
যে বারিষে তুমি লজ্জা হারাও আমি হবো সেই শ্রাবণী
বর্ষা সোহাগে ঠোঁটে ঠোঁট, শুধু তুমি-আমি, প্রেম এমনই

বর্ষা সোহাগে ঠোঁটে ঠোঁট, শুধু তুমি-আমি, প্রেম এমনই
বর্ষা সোহাগে ঠোঁটে ঠোঁট, শুধু তুমি-আমি, প্রেম এমনই



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link