Saaiya

কিছু যন্ত্রণারা দেয় ইশারা
মনের গোপন ঘরে
কিছু ধুলোয় ভরা স্বপ্ন বাঁচে
বুকের তেপান্তরে

কিছু কল্পনারা চায় সাহারা
তোমায় আপন করে
কিছু শব্দে মোড়া কান্না ভাসে
বেনামি বন্দরে

কোনো ভিনদেশি এক
তারাদের রঙিন দেশে
কত টুকরো অজুহাত
হারালো অবশেষে
কী নামে ডাকি তাকে

सैयां
सैयां
सैयां
मोरा सैयां

सैयां
सैयां
सैयां
मोरा सैयां

কমবেশি অভিমানী ভিনদেশি
স্মৃতিরা দূর থেকে ডাকছে তোমায়
চাদরে জমে থাকা আদরে
আকাশের ক্যানভাসে আঁকছে তোমায়

ভাঙা কাঁচ ভেজা থাক
চেনা ডাক ভুলে যাক সে সময়
হলো বানভাসি সব কুয়াশা মাঝরাতে
জোনাকি হয়ে থাক আবেগী অজুহাতে
মনেতে ডাকি তাকে

सैयां
सैयां
सैयां
मोरा सैयां

सैयां
सैयां
सैयां
मोरा सैयां

ডাকনামে মেঘেদের নীল খামে
ভালোবেসে আবার রাখছে তোমায়
মরশুমে, ভেজা কোনো শীত ঘুমে
চোখেরই আয়নাতে ভাবছে তোমায়

ভাঙা মন, অকারণ
মানে না কোনো আর বারণ
কিছু স্বপ্ন আজ এ চোখেতে ঘর বাঁধে
সব হারাতে রাজি আজকে তোমার কাছে
কীভাবে বলি তাকে

सैयां
सैयां
सैयां
मोरा सैयां

सैयां
सैयां
सैयां
मोरा सैयां



Credits
Writer(s): Amit Mistry
Lyrics powered by www.musixmatch.com

Link