Premer Kahini - Cover By Tuhin

আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এতো আশা
ভালোবাসা এ মনে
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এতো আশা
ভালোবাসা এ মনে
সে বৃষ্টি ভেজা পায়ে
সামনে এলে হায় ফোটে কামিনী
আজ ভিজতে ভালো লাগে
শূণ্য মনে জাগে প্রেমের কাহিনী
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
এই ভালোবাসাতে আমাকে ভাঁসাতে
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী
মনে স্বপ্ন এলোমেলো
এই কি শুরু হলো প্রেমের কাহিনী
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী
মনে স্বপ্ন এলোমেলো
এই কি শুরু হলো প্রেমের কাহিনী



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link