Amar Ekla Bela

আমার একলা বেলা আগুনের সাথে খেলা
আগুনে পোড়ে এ মন, পোড়ে সারাবেলা
আমার একলা বেলা আগুনের সাথে খেলা
আগুনে পোড়ে এ মন, পোড়ে সারাবেলা

আমি যেন নিজে দুঃখের ছবি, দুঃখ বহুতলা
আমি যেন নিজে দুঃখের ছবি, দুঃখ বহুতলা
আমি যেন নিজে দুঃখের ছবি, দুঃখ বহুতলা
আমি যেন নিজে দুঃখের ছবি, দুঃখ বহুতলা

আমার একলা বেলা আগুনের সাথে খেলা
আগুনে পোড়ে এ মন, পোড়ে সারাবেলা

বোকা পাখি নয় ভালোবাসা, হায়
থাকে না আমার তরে
সুখের হিসেব মেলে সে ভালো
দুই যোগ দুই চারে

বোকা পাখি নয় ভালোবাসা, হায়
থাকে না আমার তরে
সুখের হিসেব মেলে সে ভালো
দুই যোগ দুই চারে

সেই ব্যাকরণ বুঝলো না যে মন, একা তাই পথ চলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা

আমার একলা বেলা আগুনের সাথে খেলা
আগুনে পোড়ে এ মন, পোড়ে সারাবেলা

চাওয়া আর পাওয়া পৃথক পথে থাকে দূর ব্যবধানে
সেই সত্যটা বুঝেছি এখন ব্যথা-বৃষ্টির স্নানে
চাওয়া আর পাওয়া পৃথক পথে থাকে দূর ব্যবধানে
সেই সত্যটা বুঝেছি এখন ব্যথা-বৃষ্টির স্নানে

জীবনমাঝি হারে তাই বাজি, যায় না কিছু বলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা
ফালি ফালি করে কাটলো আমায় ভাগ্য-আরশোলা

আমার একলা বেলা আগুনের সাথে খেলা
আগুনে পোড়ে এ মন, পোড়ে সারাবেলা



Credits
Writer(s): Omit Titu
Lyrics powered by www.musixmatch.com

Link