Mon Re Krishikaj Janona - Duet

মন রে, কৃষিকাজ জানো না
মন রে, কৃষিকাজ জানো না
এমন মানবজমিন রইলো পতিত
আবাদ করলে ফলতো সোনা
মানবজমিন রইলো পতিত
আবাদ করলে ফলতো সোনা

মন রে, কৃষিকাজ জানো না
মন রে, কৃষিকাজ জানো না

কালী নামে দাও রে বেড়া
ফসলে তছরূপ হবে না
কালী নামে দাও রে বেড়া
ফসলে তছরূপ হবে না
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া
তার কাছেতে যম ঘেঁষে না

মন রে, কৃষিকাজ জানো না
মন রে, কৃষিকাজ জানো না

অদ্য অব্দ শতান্তে বা
বাজেয়াপ্ত হবে জানো না
অদ্য অব্দ শতান্তে বা
বাজেয়াপ্ত হবে জানো না
আছে একতারে মন, এই বেলা তুই
চুটিয়ে ফসল কেটে নে না

মন রে, কৃষিকাজ জানো না
মন রে, কৃষিকাজ জানো না

গুরু রোপণ করেছেন বীজ
ভক্তি বারি তায় সেঁচো না
গুরু রোপণ করেছেন বীজ
ভক্তি বারি তায় সেঁচো না

ওরে, একা যদি না পারিস, মন
রামপ্রসাদকে সঙ্গে নে না
একা যদি না পারিস, মন
মন আমার
একা যদি না পারিস, মন
রামপ্রসাদকে সঙ্গে নে না

মন রে, কৃষিকাজ জানো না
মন রে, কৃষিকাজ জানো না
এমন মানবজমিন রইলো পতিত
আবাদ করলে ফলতো সোনা
মানবজমিন রইলো পতিত
আবাদ করলে ফলতো সোনা

মন রে, কৃষিকাজ জানো না
মন রে, কৃষিকাজ জানো না

কেন কৃষিকাজ জানো না?
মন রে



Credits
Writer(s): Sourav Sarkar, Ramprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link