Jao Re Anantadhame

যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি
যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি
জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে
জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে
কেবলি আনন্দস্রোত চলিছে প্রবাহি!

যাও রে অনন্তধামে, অমৃতনিকেতনে
অমরগণ লইবে তোমা উদারপ্রাণে!
দেব-ঋষি, রাজ-ঋষি, ব্রহ্ম-ঋষি যে লোকে
দেব-ঋষি, রাজ-ঋষি, ব্রহ্ম-ঋষি যে লোকে
ধ্যানভরে গান করে এক তানে!

যাও রে অনন্তধামে জ্যোতির্ময় আলয়ে
শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে
যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান
যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান
যাও বৎস, যাও সেই দেবসদনে!

যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি
যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link