Who Am I

সীতার তবু আগুন ছিল
আমার আছে ছাই
পোড়ার কোনও উপায় নেই
শুধুই গর্জাই

পথভ্রষ্ট গ্রহতারকার
নষ্ট এ রোশনাই
ঘোরার উপায় ফেলল গিলে
আমার কক্ষটাই

সীতার তবু আগুন ছিল
আমার আছে ছাই
পোড়ার কোনও উপায় নেই
শুধুই গর্জাই

পথভ্রষ্ট গ্রহতারকার
নষ্ট এ রোশনাই
ঘোরার উপায় ফেলল গিলে
আমার কক্ষটাই

Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?

নিজের দেহের ছিনে জোঁক
তবু চিনে ওঠা দূর ঠাঁই
জন্ম মৃত্যু ডিভোর্স-এর জন্য
কারা দায়ী

আয়নার কাঠগড়ায় রোজ যে
আসামি দেখতে পাই
খুঁজছি সেটার স্পনসর
খুঁজছি আততায়ী

Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?

লাগামহীন আকাশপাতাল ছিল
উল্কিতে আঁকা আমার কল্পনা
তখন ঠিক সহ্য করে নিতাম
মুখ বুজে ছুঁচের যন্ত্রণা

নিজেকে নিজে খোঁচানো ছিল
কী চায় এই শরীরের উত্তাপ
সেন্সর বোর্ড কাঁচি করে দিল
যৌনতা ধুয়ে মুছে সাফ

যতই আমার নেওয়ার ছিল
চূড়ান্ত বদলাই
বিস্ফোরকের মিসফায়ার
ভিজে দেশলাই
হৃদস্পন্দনের ছিঁচক্রন্দনে
ডিটেক্ট হল লাই
মিথ্যে আমার ফ্ল্যাট বাড়ি
আমি পরিযায়ী

নিজের দেহের ছিনে জোঁক
তবু চিনে ওঠা দূর ঠাঁই
জন্ম মৃত্যু ডিভোর্স-এর জন্য
কারা দায়ী

আয়নার কাঠগড়ায় রোজ যে
আসামি দেখতে পাই
খুঁজছি সেটার স্পনসর
খুঁজছি আততায়ী

Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I? (Who Am I?)
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?
Who am I?



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link