Jibone Jadi Deep Jwalate

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো. . .
সমাধি পরে মোর জ্বেলে দিও. .
এখনো কাছে আছি. . . তাই তো বোঝোনা
আমি যে তোমার কত প্রিয়. . .

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো. . .
সমাধি পরে মোর জ্বেলে দিও. .

হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারই দাম. . .

হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারই দাম. . .

আমি যে অসহায় . . . আমার এ অপরাধ. . .
পারো তো ক্ষমা করে নিও. . .

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো. . .
সমাধি পরে মোর জ্বেলে দিও. .

যেদিন চিরতরে হারায়ে যাব আমি
ভাঙ্গিবে ভুল তব. . . তোমারে পাবো আমি
সেদিন ডাকো যদি এ নাম ধরে হায়. .
রুধীর হয়ে যদি অশ্রু ঝরে যায়. . .
তবুতো আমায় পাবেনা খুঁজে আর. . .
বিরহে আমি হবো জানি বরনীয়. . .

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো. . .
সমাধি পরে মোর জ্বেলে দিও. .



Credits
Writer(s): Satinath Mukherjee, Durga Sen, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link