Takhon Tomar Ekush Bachhar

তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়েছিল ভয়

তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে
আমরা দু'জনে কখন গিয়েছি সরে
ফুল-ঝুড়ি থেকে ফুল ঝরে গেলে-
মালা কিসে গাঁথা হয়?

তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

তোমার পথের কাঁটায় ভেবেছ মরে
বলতে পারিনি তোমার মত করে
জলছবি ভেবে ভুল করেছিলে
ভালবাসা সেতো নয়

তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়েছিল ভয়

তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়



Credits
Writer(s): Bappi Lahiri, Anuj Mathews, Subir Hazra
Lyrics powered by www.musixmatch.com

Link