Sajani Go Sajani Din Rajani

সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না

নিশিদিন ঝন ঝন ঝন বুকের বেদন
সহে না সহে না বাঁশির কাঁদন
নিশিদিন ঝন ঝন ঝন বুকের বেদন
সহে না সহে না বাঁশির কাঁদন
নিশিতে ঘুম কেড়ে নেয় দিবসে কেবল কাঁদায়
না না না আর যেন সে মনতরীতে ভাসে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না

জানি সে এমন সেমন
একদিন না হেরিলে পোড়ামন করে কেমন
জানি সে এমন সেমন
একদিন না হেরিলে পোড়ামন করে কেমন
ভয়ে মন দূর দূর দূর যখন তখন
যদি সে, যদি সে ভোলে কখন
ভয়ে মন দূর দূর দূর যখন তখন
যদি সে, যদি সে ভোলে কখন
আমারই আঙন দিয়া যদি সে আনবাড়ি যায়
এ পোড়া হাল দেখে সে মুখ টিপে আর হাসে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না।।।



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link