Mon Majhi Re

মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে

মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে
চিন্তা তে তোর কাটছে প্রহর
শান্তি নেই এ যন্ত্রণার
মন মাঝিরে, বল না কোথায়?
মন মাঝিরে
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়

একা রাত, বাঁকা চাঁদ লাগেনা ভালো রে আর
নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার
একা রাত, বাঁকা চাঁদ লাগেনা ভালো রে আর
নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার
পড়ছে মনে মুখের আদোল
ভাঙে বুক, ভাঙছে পাহাড়

মন মাঝিরে, বল না কোথায়?
মন মাঝিরে
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়

নিজেকেই মনে হয় বলে দিই, এ সব-ই ভুল
ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো ফুল
নিজেকেই মনে হয় বলে দিই, এ সব-ই ভুল
ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো ফুল

চিন্তা তে তোর কাটছে প্রহর
শান্তি নেই এ যন্ত্রণার
মন মাঝিরে, বল না কোথায়?
মন মাঝিরে
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়



Credits
Writer(s): Jeet Ganguly, Prosen
Lyrics powered by www.musixmatch.com

Link