Aaro Bhalo Hoto

আরো, ভালো হত
যদি তুমি আর আমি
পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়
কত, ভালো হত
যদি তোমাতে আমাতে
চোখে চোখে চেয়ে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়

আরো, ভালো হত
যদি তুমি আর আমি
পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়
আরো, ভালো হত
ক্ষতি হত নাকি?
যদি সব ফেলে রেখে
অবসর কিছু
কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে
ক্ষতি হত নাকি?
যদি সব ফেলে রেখে
অবসর কিছু
কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে
কত, ভালো হত
যদি তোমাতে আমাতে
চোখে চোখে চেয়ে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়
আরো, ভালো হত

এই পরিচয় দিত জড়িয়ে জড়িয়ে বেঁধে
লতার মত তোমাকে আমাকে
এ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়ে
আলো হাসি গানে তোমাতে আমাতে
পথে যেতে যেতে
যদি থমকে থেমে
অকারণে বসি
নিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছি
পথে যেতে যেতে
যদি থমকে থেমে
অকারণে বসি
নিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছি
আরো,ভালো হত

যদি তুমি আর আমি
পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়

আরো,ভালো হত



Credits
Writer(s): Mukul Dutta, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link