Haal Chherona Bandhu

ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস
অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস
অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বোল চাল
পুরোনো ঘর, পুরোনো ধার, কুড়নো জঞ্জাল
হাল ছেড়োনা!
হাল ছেড়োনা বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস
অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বোল চাল
পুরোনো ঘর, পুরোনো ধার, কুড়নো জঞ্জাল
হাল ছেড়োনা!
হাল ছেড়োনা বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

ছেড়েছ তো অনেক কিছুই, পুরোনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালবাসি
ছেড়েছ তো অনেক কিছুই, পুরোনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালবাসি
স্বপ্ন গুলো ছেড়েছ তো কয়েক বছর আগে
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে
হাল ছেড়োনা!
হাল ছেড়োনা বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

আমার তো বয়েস হছে রাত-বিরেতেই কাশি
আমার তো বয়েস হছে রাত-বিরেতেই কাশি
কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালবাসি
বন্ধু তোমার ভালবাসার স্বপ্ন-টাকে রেখো
বেঁচে নেবার স্বপ্ন-টাকে জাপ্টে ধরে রেখো
দিন বদলের স্বপ্ন-টাকে কে হারিয়ে ফেলো না
পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেলো না
হাল ছেড়োনা!
হাল ছেড়োনা বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link