Ghumer Chhaya Chander Chokhe

ঘুমের ছায়া চাঁদের চোখে
এ মধুরাত নাহি বাকি
এ মধুরাত নাহি বাকি
মুখপানে মোর রয়েছে জাগি
মদীর তব আঁখি
মদীর তব আঁখি

যে আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষা
যে আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষা

হিয়া যে চাহে এ মধুরাতে
পরাতে তোমায় মিলনরাখি

আধো-জোছনায় আবেশ লাগে
অধর নীরব শুধু নয়ন জাগে
আধো-জোছনায় আবেশ লাগে
অধর নীরব শুধু নয়ন জাগে

হৃদয় কহে - "আমি তোমারি"
নীরব ভাষায় সাথীরে ডাকি

হিয়া যে চাহে এ মধুরাতে
পরাতে তোমায় মিলনরাখি

হয়তো এ নিশি সারা জীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে
হয়তো এ নিশি সারা জীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে

ক্ষণিক মিলনে মিলেছি দু'জনে
রাত-জাগা দু'টি পাখি
রাত-জাগা দু'টি পাখি

হিয়া যে চাহে এ মধুরাতে
পরাতে তোমায় মিলনরাখি
ঘুমের ছায়া-



Credits
Writer(s): Pronab Roy, Kamal Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link