Shudhu Tumi Ele Na

কথা ছিলো একদিন চলে যাবো দূর নীল সীমানায়
এক ছুটে পার হয়ে যাব সীমানা
কথা ছিলো একদিন তুলে নিয়ে সব মরুভূমি
ছুড়ে ফেলে দেবো সাগরের কিনারায়

কথা ছিলো সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে
আগেই দেবো অমৃতের সন্ধান

শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
সময় খুঁজেছে যে তোমায়

কথা ছিলো একদিন তুমি আমি কলকাতা চষে
বুনে দেবো বীজ কৃষ্ণচূড়ার
কথা ছিলো একদিন সারাদিন প্রজাপতি ধরে
রঙ ছড়িয়ে দেবো শহরের বুকে

কথা ছিলো বদলিয়ে দেবো কি পার্ক স্ট্রিটের নাম
বদলিয়ে দেবো আজকের কবিতা

শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
সময় খুঁজেছে যে তোমায়

কথা ছিলো সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে
আগেই দেবো অমৃতের সন্ধান

শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
সময় খুঁজেছে যে তোমায়



Credits
Writer(s): Cactus
Lyrics powered by www.musixmatch.com

Link