Ami Aar Asbo Na (ranjana Ami Aar Aashbo Na)

জড়ো হচ্ছে ঝড় কোথাও আকাশে
ছুটছে সবাই আমার আশেপাশে
জানি দাঁড়াবেনা তুমি তোমার বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়
তুমি জানাবে তোমার মত, দেখাবে না মুখ
শুধু মন্তব্যে ধরে যাবে অরকুট
শুধু কম্পিউটার আছে, নেই অবসর সময়
তাই রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়
হাতে লেখা চিঠি তুমি লেখো নাতো আর
সময় নেই রাস্তায় হেঁটে বেড়াবার
শুধু মুখমুখী বসে থাকা ব্যস্ত পারিস্তায়
রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়
কালো হয়ে যাচ্ছে আকাশের কোণ
ভেসে যাবে আমার শহর এখন
হাঁটু জলে ফিরে যাবো ওক্কুর দত্তলেন
তুমি আর যাই হও-তুমি নও, বনলতি সেন
তাই মনটা খারাপ, হচ্ছে না আর
প্রেমে আমি ঠিক পড়বোই আবার
লোডসেডিংএ বসে লিখে যাবো ঠিক কবিতা
তবু কিছুতেই আমি আর আসবোনা তোমার পাড়া
আমি চেয়েছি দিতে- গোটা জগৎ আমার
তুমি চেয়ে বসলে শুধু- হ্যারিপোর্টার
হয়না কিছুতেই যেটা হবার নয়
রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায়
নেমে গেছে বৃষ্টি অনেকক্ষণ
ভাসছে আমার কলকাতা এখন
আমি একা-একা ময়দানে ভিজবো অনেকক্ষণ
রঞ্জনা আমি আর ধরবো না তোমার ফোন
আমি একা-একা ঘুরে যাবো ভিক্টরিয়া
একা-একা ফুঁচকা, একা লেবুচাঁ
তুমি একা-একা ঘরে বসে করে যাও- তোমার চ্যাট
সামনে আমার তেপান... তরের মাঠ



Credits
Writer(s): Anjan Datt
Lyrics powered by www.musixmatch.com

Link