Manbo Na E Bandhane

মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার
মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার
খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে

মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে

দুই শতাব্দীর নাগপাশ বন্ধন
নিঃস্ব হলো কত অগণিত প্রাণ-মন
দুই শতাব্দীর নাগপাশ বন্ধন
নিঃস্ব হলো কত অগণিত প্রাণ-মন
দুঃশাসন ভেঙে মুক্তির তরে হায়
লাখো শহীদের অমূল্য প্রাণ যায়
দুঃশাসন ভেঙে মুক্তির তরে হায়
লাখো শহীদের অমূল্য প্রাণ যায়

মূল্যে তার যারা মসনদে গদীয়ান
মূল্যে তার যারা মসনদে গদীয়ান
জনতার দাবি দুই পায়ে দলে

মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে

আজ দিকে দিকে আর্তের হাহাকার, হায় রে
আজ দিকে দিকে আর্তের হাহাকার
মাতা-শিশু কাঁদে, ঘরে ঘরে অনাহার
আজ দিকে দিকে আর্তের হাহাকার
মাতা-শিশু কাঁদে, ঘরে ঘরে অনাহার
বিদেশির পাতে উচ্ছিষ্টের ভোজে
স্বার্থবাদী তার লুটের স্বরাজ খোঁজে
বিদেশির পাতে উচ্ছিষ্টের ভোজে
স্বার্থবাদী তার লুটের স্বরাজ খোঁজে

অন্ন দেয় নাকো বুভুক্ষ জনতায় তারা
অন্ন দেয় নাকো বুভুক্ষ জনতায়
কন্ঠ রোধ করে লাঠি-রাইফেলে

মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার
মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার
খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে

মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে
মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link