Pub-sagarer Paar Hote

পুব-সাগরের পার হতে
কোন এল পরবাসী
পুব-সাগরের পার হতে
শূন্যে বাজায় ঘন ঘন
হাওয়ায় হাওয়ায় সন সন
সাপ খেলাবার বাঁশি

পুব-সাগরের পার হতে
কোন এল পরবাসী
পুব-সাগরের পার হতে

সহসা তাই কোথা হতে
কুলু কুলু কুলু কুলু কল কল স্রোতে
সহসা তাই কোথা হতে
কুলু কুলু কুলু কুলু কল কল স্রোতে
দিকে দিকে জলের ধারা
ছুটেছে উল্লাসী

পুব-সাগরের পার হতে
কোন এল পরবাসী
পুব-সাগরের পার হতে

আজ দিগন্তে ঘন ঘন গভীর
গুরু গুরু গুরু গুরু
ডমরুর হয়েছে ওই শুরু
আজ দিগন্তে

তাই শুনে আজ গগনতলে
পলে পলে দলে দলে
অগ্নিবরন নাগ-নাগিনী
ছুটেছে উদাসী

পুব-সাগরের পার হতে
কোন এল পরবাসী
পুব-সাগরের পার হতে
শূন্যে বাজায় ঘন ঘন
হাওয়ায় হাওয়ায় সন সন
সাপ খেলাবার বাঁশি

পুব-সাগরের পার হতে
কোন এল পরবাসী
পুব-সাগরের পার হতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link