Bol Mon Sukh

বল মন, সুখ বল, বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে
বল মন, বলে চল, না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে

বল মন, প্রেম বল, প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক, প্রেম থাকুক স্বপনে
ওরে বল, মন বল
যে জানে সে জানে একা তুই সম্বল

বল মন, সুখ বল, বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে

দু'টি চোখ ঢাকে যদি আঁধার
আসে যদি বাধা আবার, আবার
যুগ যুগ ধরে তোর পথ চলা
পথেরই ধুলোতে খোঁজা সিংহদ্বার

তবু পথ, আরও পথ, শুনি জীবন নাকি
ঝরা ফুল, সঙ্গীত, আরও কত যে বাকি

তবু বল, প্রেম বল, প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক, প্রেম থাকুক স্বপনে
ওরে বল, মন বল
যে জানে সে জানে একা তুই সম্বল

বল মন, সুখ বল, বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে

জানি না এ কোন অশনির আভাস
ভোরের আকাশ ভুলেছে বিভাস
বাতাসের বাঁশি কই সুর ছড়ায়
নিথর বনানী ছড়ায় দীর্ঘশ্বাস

তবু পথ, আরও পথ, শুনি জীবন নাকি
ঝরা ফুল, সঙ্গীত, আরও কত যে বাকি

তবু বল, প্রেম বল, প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক, প্রেম থাকুক স্বপনে
ওরে বল, মন বল
যে জানে সে জানে একা তুই সম্বল

বল মন, সুখ বল, বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে
বল মন, বলে চল, না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে

বল মন, প্রেম বল, প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক, প্রেম থাকুক স্বপনে
ওরে বল, মন বল
যে জানে সে জানে একা তুই সম্বল

বল মন, সুখ বল, বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে
বল মন, বলে চল, না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link