Jaanla Khola Dekhe

জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর

জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর
জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর
INSTRUMENTAL

শাওন মেঘের দেওয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সেই মাঠে গান গাওয়া
টুকরো সুখের দেওয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া
বলতে না পারা কথা - বলে গেলো সেই সুর
বলতে না পারা কথা - বলে গেলো সেই সুর
ভাসলো আকাশ অজানায় বহুদূর
জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর
INSTRUMENTAL

তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে
ফিরে আসে সেই চেনা হাওয়া
বলে যায় আজও যেন কিছুটা সময় আছে
পরে আছে কত চাওয়া পাওয়া
যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর
যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর
ডাকবে আকাশ অজানায় বহুদূর

জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর
জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর
INSTRUMENTAL



Credits
Writer(s): Arna Sil, Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link