E Ki Kotha Suni Hai

বোঝো কি না বোঝো, সে কথা বড় নয়
মন খুলে আর প্রাণ ভরে হাসি হাসতে হয়
বোঝো কি না বোঝো, সে কথা বড় নয়
মন খুলে আর প্রাণ ভরে হাসি হাসতে হয়

কে কী ভাববে, মনে করবে তা করলে ভয়,
নতুন কিছু কী করে করবে জয়?
শুনতে চাও বা না চাও, তাতে কি এসে যায়
এই গানের সুর দূরে বহুদূরে ভেসে যায়

এ সুর বন্ধ করার চেষ্টা কেন হায়,
নতুন কিছু কী করে করবে জয়?
এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,

গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!
এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,

গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!

ঠিক না বেঠিক, সত্যি মিথ্যে তা জানি না

ধরাবাঁধা ছকে নিয়মটা মানি না
ঠিক না বেঠিক, সত্যি মিথ্যে তা জানি না
ধরাবাঁধা ছকে নিয়মটা মানি না
দেখো তুমি আসতে পারো কি, পারো না
নতুন কিছু কী করে করবে জয়?
শুনতে চাও বা না চাও, তাতে কি এসে যায়
এই গানের সুর দূরে বহুদূরে ভেসে যায়
এ সুর বন্ধ করার চেষ্টা কেন হায়,
নতুন কিছু কী করে করবে জয়?
এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,
গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!
এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,
গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!
এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,
গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!



Credits
Writer(s): Goutam Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link