Hatath Chhuti

বাইরে এসো চলে...
জানালা দিয়ে একটু আলো আসছে,
তা লাগছে ভালো, সন্ধ্যে হলো বলে।
লাইটারের আলোয় খুঁজি,তোমার মুখ ক্লান্ত বুঝি
বয়েস রাখে হাত।
ও হাত তুমি ধরেই ফেলো, আজ যখন আলোই গেল
একটু পরে রাত।
রান্না থাক ঢাকা, চায়ের লোভে ব্যস্ত থাকা
আমার অবসর...
চায়ের পাট তোলাই থাক, কাজের কাজ নিপাত যাক
অনেকদিন পর।
অন্ধকারে দুজন একা, কিছুই আর যায় না দেখা
দুজন বসে থাকি...
ক্যাবল-ফল্ট ঘটলো কিনা, দুজন আজ তাও জানি না
আসবে কাছে নাকি?
একটু কাছে আসতে পারো, হঠাৎ ছুটি আজ তোমারও
আর যা কিছু ভুলো
কথার আর কী দরকার, অনেকদিন পরে আবার
লোডশেডিং হলো।



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link