Ei Banglar Matite

এই বাংলার মাটিতে
মাগো জন্ম আমায় দিও
এই আকাশ নদী পাহাড়
আমার বড় প্রিয়
কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে
কোথায় বলো এত বকুল বসন্তে হাসে
শরত আকাশ কোথায় বল এমন রমণীয়
বারো মাসে তেরো পাবন
বল কোথায় আছে
মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে
কোথায় বলো এত মায়া ধানের ক্ষেতে দোলে
কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে
কোথায় বলো পল্লীবধূ এমন কমনীয়



Credits
Writer(s): Joydeb Sen
Lyrics powered by www.musixmatch.com

Link