Ajo Sei Sakal Ase

আজও সেই সকাল আসে
বাগানের দূর্বা ঘাসে
আজও সেই সকাল আসে
বাগানের দূর্বা ঘাসে
টুপ টুপ টুপ টুপ শিউলি ঝরে
কি ক্ষতি মনটা যদি খেলাই করে
আজও সেই সকাল আসে

গাছের ওই পাতায় পাতায় যখন তখন
বাতাসের হটাৎ ছোঁয়ায় লাগে কাঁপন
গাছের ওই পাতায় পাতায় যখন তখন
বাতাসের হটাৎ ছোঁয়ায় লাগে কাঁপন
কি ক্ষতি সেই হাওয়াতে যদি তোমার আঁচল ওড়ে

আজও সেই সকাল আসে

আকাশে মেঘের মেলায় রঙের খেলায়
রোদ্দুর সোনা ঝরায় বিকেল বেলায়
আকাশে মেঘের মেলায় রঙের খেলায়
রোদ্দুর সোনা ঝরায় বিকেল বেলায়
কি ক্ষতি সেই ছবিটি রাখো যদি চোখে ধরে

আজও সেই সকাল আসে
বাগানের দূর্বা ঘাসে
টুপ টুপ টুপ টুপ শিউলি ঝরে
কি ক্ষতি মনটা যদি খেলাই করে
আজও সেই সকাল আসে



Credits
Writer(s): Pulak Banerjee, Dwijen Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link