Twang Apara Bishwasara

ত্বং অপরা, বিশ্বসারা
বিশ্বধারা, বিশ্বরঞ্জিনী
ত্বং অপরা, বিশ্বসারা
বিশ্বধারা, বিশ্বরঞ্জিনী

সর্বভূত আত্মভূত
সর্ববিভূতি প্রবিধায়িনী
সর্বভূত আত্মভূত
সর্ববিভূতি প্রবিধায়িনী

ত্বং অপরা, বিশ্বসারা

ত্বং অনল ক্ষিতি অনিল
ব্যোম সলিল সংরুপিণী
ত্বং অনল ক্ষিতি অনিল
ব্যোম সলিল সংরুপিণী

তুমি অমেয়া মহেশজায়া
তুমি অমেয়া মহেশজায়া
ভো অভয়া ভয়বারিণি

ত্বং অপরা, বিশ্বসারা

বিরাজিতা শব আসনে
কভু প্রমত্তা আসব পানে
বিরাজিতা শব আসনে
কভু প্রমত্তা আসব পানে
কভু যুক্তা শিবসনে
শিবে গো শিবানী

বিরাজিতা শব আসনে
কভু প্রমত্তা আসব পানে
কভু যুক্তা শিবসনে
শিবে গো শিবানী

ওমা ত্রিগুণধারিণি
ওমা ত্রিগুণধারিণি
গুণাতীতা ত্রিনয়নী
ওমা ত্রিগুণধারিণি
গুণাতীতা ত্রিনয়নী

প্রেমিকের ত্রিতাপের
প্রেমিকের ত্রিতাপের
তাপ সংহর, হরমোহিনী

ত্বং অপরা, বিশ্বসারা
বিশ্বধারা, বিশ্বরঞ্জিনী
ত্বং-



Credits
Writer(s): Mahendra Nath Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link