Mouno Mukhorata

ক্ষনিকের এই স্তব্ধতা
দৃষ্টির নিবদ্ধতা
এলোমেলো হাওয়া চুলগুলো
নিয়মিত অবাধ্যতা
আঙুলের ফাঁকে চারমিনার
কেবিনের মাঝে অন্ধকার ।।
তবুও মনের আড়ালেই রয়ে যায় যে কথা
মৌনমুখরতা
এতো কাছে তবু অচেনা
মুখে আজ কিছু রোচেনা
বাড়ালেই হাত পাওয়া যায়
সংশয় তবু ঘোচেনা
হতে পারে এটা অভিনয়
তবু এই টুকু মন্দ নয় ।।
এখনো হাত বাড়ালেই পাওয়া যায়
ছোঁয়া যায়
আঙুলের পেলবতা
সম্মতির প্রত্যাশায় ইন্টিউশন ঝলকে যায়
যদি গড়ি এক তাজমহল
এঁকে নেবো এক কবিতায়
আমারি চোখে মিষ্টি সে
রিম ঝিম ঝিম বৃষ্টি সে ।।
তবুও সে যে না বলাই থাকে হায়
বোঝা যায়
দু চোখের নীরবতা
দিয়ে যায় কিবারতা
মৌন মুখরতা



Credits
Writer(s): Bhushan Dua, Shobhan Mukhopadhay
Lyrics powered by www.musixmatch.com

Link