Jharey Jay Urey

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি
ঝড়ে যায় উড়ে যায় গো
ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে না'রি টানি
ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি
ঝড়ে যায় উড়ে যায় গো

আমার রইল না লাজলজ্জা
আমার ঘুচল গো সাজসজ্জা
আমার রইল না লাজলজ্জা
আমার ঘুচল গো সাজসজ্জা
তুমি দেখলে আমারে
এমন প্রলয়-মাঝে আনি
আমার এমন মরণ হানি

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি
ঝড়ে যায় উড়ে যায় গো

হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ওই চলে
চমক লাগায় বিজুলি আমার আঁধার ঘরের তলে
হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ওই চলে
চমক লাগায় বিজুলি আমার আঁধার ঘরের তলে

তবে নিশীথগগন জুড়ে আমার যাক সকলই উড়ে
তবে নিশীথগগন জুড়ে আমার যাক সকলই উড়ে
এই দারুণ কল্লোলে বাজুক আমার প্রাণের বাণী
কোনো বাঁধন নাহি মানি

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি
ঝড়ে যায় উড়ে যায় গো
ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে না'রি টানি
ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি
ঝড়ে যায় উড়ে যায় গো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link