Ami Jodi Bhir Hoye Jai

এ দেশও প্রবাস হয়ে যায় আনমনে
ঘর কেন ঠিকানা হারায়, কে বা জানে
ওঠা-নামা সিঁড়িগুলো সব
নিজে নিজে এলোমেলো দিক পাল্টায় অকারণে
ও বিষাদ, বারবার হাতে হাত রাখো
ভয় নেই হারাবার যদি পাশে থাকো
আমি যদি ভিড় হয়ে যাই
আমি যদি ভিড় হয়ে যাই

সন্ধে সকাল হতে চায়, ভালোবেসে
সময়টা ঠিক পাল্টায়, অনিমেষে
হাতে বাঁধা ঘড়িগুলো সব
কেন যেন কি খেয়ালে এক হয়ে যায়, কাছে এসে
ও বিষাদ, বারবার হাতে হাত রাখো
ভয় নেই হারাবার যদি পাশে থাকো
আমি যদি ভিড় হয়ে যাই
আমি যদি ভিড় হয়ে যাই

হাত ব্যাগে জড়ো করো কুচো সংসার
তাই নিয়ে একা পথ চলা
পুরনো যা কিছু আছে খুঁজে বারবার
মিথ্যে নতুন নতুন খেলা
ওঠা-নামা আঁকাবাঁকা রাস্তাটা ঠিক জুটে যায়
কম্পাসে যত দাগ এই পৃথিবীর, মুছে যায়
ও বিষাদ, বারবার হাতে হাত রাখো
ভয় নেই হারাবার যদি পাশে থাকো
আমি যদি ভিড় হয়ে যাই
আমি যদি ভিড় হয়ে যাই

পৃথিবী প্রবাস হতে চায়, অবহেলা
সব মন ঠিকানা হারায়, ধুলো খেলা
চেপে রাখা দমগুলো সব
একে একে ফুসফুস থেকে ছাড়া পায়, প্রাণ খোলা
ও বিষাদ, বারবার হাতে হাত রাখো
ভয় নেই হারাবার যদি পাশে থাকো
আমি যদি ভিড় হয়ে যাই
আমি যদি ভিড় হয়ে যাই

আমি যেন ভিড় হয়ে যাই



Credits
Writer(s): Neel Dutt, Rituparno Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link