Shonali Chander Aalo

মাঝ দরিয়ায় নাওখান দাঁড়ায়ে বন্ধু
পিরিতির একূল-ওকূল নাই
মাঝ দরিয়ায় নাওখান দাঁড়ায়ে বন্ধু
পিরিতির একূল-ওকূল নাই

আমার দাঁড়ে ময়না পাখি
আমার নাওয়ে কদম ফুল
আমার দাঁড়ে ময়না পাখি
আমার নাওয়ে কদম ফুল
আমি কেমনে এবার ফিরি ঘরে
সোনালি সোনালি সোনালি সোনালি
সোনালি সোনালি চাঁদের আলো
কেমনে ফিরি কূল?

মাঝ দরিয়ায় নাওখান দাঁড়ায়ে বন্ধু
পিরিতির একূল-ওকূল নাই

মাঝ দরিয়ায় মিলে নীল আকাশ বহুকাল
ওড়ে মন উড়ালি হাওয়ায়
মাঝ দরিয়ায় মিলে নীল আকাশ বহুকাল
পিরিতির উড়ালি হাওয়ায়
জোয়ারে ভাসাই রে বন্ধু শরীর, মন, স্বপনরে
জোয়ারে ভাসাই রে বন্ধু শরীর, মন, স্বপনরে
আপন আমার কাছে আমারে ছুঁয়ে

আমার দাঁড়ে ময়না পাখি
আমার নাওয়ে কদম ফুল রে
দাঁড়ে ময়না পাখি
আমার নাওয়ে কদম ফুল
আমি কেমনে এবার ফিরি ঘরে
সোনালি সোনালি সোনালি সোনালি
সোনালি সোনালি চাঁদের আলো
কেমনে ফিরি কূল?

মাঝ দরিয়ায়...

মাঝ দরিয়ায় হালকা নেশা রে বন্ধু
ছায়া ছায়া গোধূলি মায়ায়
মাঝ দরিয়ায় ঝিমঝিম নেশা রে বন্ধু
ছায়া ছায়া গোধূলি বেলায়
সারি সারি গাছ আর মহুয়া ফুলের গন্ধ
সারি সারি গাছ আর মহুয়া ফুলের গন্ধ



Credits
Writer(s): Bhoomi
Lyrics powered by www.musixmatch.com

Link