Mone Ki Dwidha Rekhe Gele Chole

মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে

তুমি সে কী হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছো দূর ভুবনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে

আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথি
আকাশে উড়িছে বকপাঁতি

বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বলো নাই
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বলো নাই
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে

মনে মনে কী দ্বিধা রেখে গেলে চলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link