Resolutions

যখন কালো চুলের ভিড়ে সাদা
যৌবনকে অন্তর্বাসে বাঁধা
যাচ্ছে না কিছুতেই
মাখছি আরও নিচুতে কাদা, কাদা

যখন কালো চুলের ভিড়ে সাদা
যৌবনকে অন্তর্বাসে বাঁধা
যাচ্ছে না কিছুতেই
মাখছি আরও নিচুতে কাদা, কাদা

যখন সুখী শহর ঘুমে কাদা
আমার একলা বিছানাতে কাঁদা
থামছে না কিছুতেই
চাইছি যে কী ছুঁতে, হাত বাঁধা

থাকতো যদি cycle একটা
Aeroplane-এর মতো উড়তে পারতাম
Oneway-'র যত onetrack জানালায়
Runway-'র ধুলো আমি ছুঁড়তে পারতাম
স্থায়ী কোনো আস্তাবল পেলে
পংখিরাজ ধরে পুষতে পারতাম
তোমার নরম শরীরী বিছানা পেতে
রোজ রাত্রেই আমি যুদ্ধে হারতাম

শুধু একটু মনের জোর
ভেঙে দিতো হাড়গোড় enemy-'র, ইয়ে
থাকলে হাতে হাত তোর
হয়ে kneel-down হাতজোড় শত্রুশিবির

যখন তোমার চোখেই আমার বাসা
হতে পারতো প্রেমের গল্প খাসা
তবু ভিজে বারুদে
আর ঘুমের ওষুধে কোণঠাসা

বুঝবে কে ভালবাসার ভাষা
হতাশা, দুর্দশা না তামাশা
তিনদিন বাস স্বর্গতে
তার পর ঢোকে গর্ততে উচ্চাশা

থাকতো যদি নারকেল একটা
মরুভূমিতেই আমি breakfast সারতাম
দরকার হতো একটা হাতুরি শুধু
দেখতে যে পারি না তা কালকেই পারতাম
Aristotle আর platonic ঘেঁটে
যুক্তির দেশে আমি general সাদ্দাম
বাদামি ঠোঁটের পেয়ালা চুমুক দিয়ে
দূর করতাম বন্ধ্যাত্বের দুর্নাম

থাকতো যদি cycle একটা
Aeroplane-এর মতো উড়তে পারতাম
Oneway-'র যত onetrack জানালায়
Runway-'র ধুলো আমি ছুঁড়তে পারতাম
স্থায়ী কোনো আস্তাবল পেলে
পংখিরাজ ধরে পুষতে পারতাম
তোমার নরম শরীরী বিছানা পেতে
রোজ রাত্রেই আমি যুদ্ধে (হারতাম)

শুধু একটু মনের জোর
ভেঙে দিতো হাড়গোড় পৃথিবীর, ইয়ে
থাকলে হাতে হাত তোর
হয়ে kneel-down হাতজোড় শত্রুশিবির



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link