Pathik Paran Chal Chal Se Pathe Tui

পথিক পরান, চল, চল সে পথে তুই
যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই
পথিক পরান, চল, চল সে পথে তুই
যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই

সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা
প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা
রইল না কিছুই
পথিক পরান, চল, চল সে পথে তুই

যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই

যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই
পথিক পরান, চল, চল সে পথে তুই
যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই
পথিক পরান, চল, চল সে পথে তুই
অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া
ছুঁই তারে না ছুঁই
পথিক পরান, চল, চল সে পথে তুই

যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link