Shono Bandhu Shono

শোনো, বন্ধু, শোনো
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা
শোনো, বন্ধু, শোনো

শোনো, বন্ধু, শোনো
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা

শোনো, বন্ধু, শোনো
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা
শোনো, বন্ধু, শোনো

এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই
এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই
এখানে অন্ধগলির নরকে মুক্তির আকুলতা

শোনো, বন্ধু, শোনো
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা
শোনো, বন্ধু, শোনো

জীবনের ফুল মুকুলেই ঝরে সুকঠিন ফুটপাতে
অতি সঞ্চয়ী ক্রুর দানবের উদ্ধত পদাঘাতে

এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই
এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই
প্রাসাদ-নগরী যেন বিলাসের নিদারুণ রসিকতা

শোনো, বন্ধু, শোনো
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা
শোনো, বন্ধু, শোনো



Credits
Writer(s): Hemant Kumar Mukherjee, Bimal Chandra Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link