Keno Dako Tumi More (Original)

কেন ডাক তুমি মোরে?
দিশাহীন আমি পথ খুঁজে
হারায়ে গিয়েছি আধারে আধারে
কেন ডাক তুমি মোরে?

কি যে চেয়েছিনু, কি যে পাই নাই
একা একা বসে শুধু ভাবি তাই
কি যে চেয়েছিনু, কি যে পাই নাই
একা একা বসে শুধু ভাবি তাই
তারই মাঝে শুনি দূর হতে যেন
কে বুঝি ডাকে আমারে, আমারে

কেন ডাক তুমি মোরে?

হিসাব মিলাতে গিয়ে চেয়ে দেখি আর
কে যেন আমার সব কিছু গেছে নিয়ে
হিসাব মিলাতে গিয়ে চেয়ে দেখি আর
কে যেন আমার সব কিছু গেছে নিয়ে

রিক্ত শুন্য এ জীবনে আর
হারাবার কিছু নেই তো আমার
নেই কিছু আর ফিরে চাহিবার
কাছে গিয়ে বারে বারে, বারে বারে

কেন ডাক তুমি মোরে?
দিশাহীন আমি পথ খুঁজে
হারায়ে গিয়েছি আধারে আধারে
কেন ডাক তুমি মোরে?



Credits
Writer(s): Shyamal Mitra, Pabitra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link