Akash Eto Meghla

আকাশ এত মেঘলা, যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল তরঙ্গে নাচবে নটী রঙ্গে
ভয় আছে পথ হারাবার
আকাশ এত মেঘলা, যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল তরঙ্গে নাচবে নটী রঙ্গে
ভয় আছে পথ হারাবার

গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর

আকাশ এত মেঘলা, যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল তরঙ্গে নাচবে নটী রঙ্গে
ভয় আছে পথ হারাবার

আঁধারে ছায়াতে চেয়েছি হারাতে
দুবা'হু বাড়াতে তোমারই কাছে
আঁধারে ছায়াতে চেয়েছি হারাতে
দুবা'হু বাড়াতে তোমারই কাছে

যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ
পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতায়

আকাশ এত মেঘলা, যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল তরঙ্গে নাচবে নটী রঙ্গে
ভয় আছে পথ হারাবার



Credits
Writer(s): Sudhin Dasgupta, Sunil Baran
Lyrics powered by www.musixmatch.com

Link