Matir Rawng

মায়ের শাড়ী রেলিং থেকে ঝোলে
এক দু ফোঁটা জলের কণা পাই
আমার পারার রিক্সাওয়ালা গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই
মাটির রঙে মাটির কাছাকাছি
কুয়োর নিচে অনেক নিচে জল
গ্রীষ্মকালে বাছুরগুলো দারুণ রোদে কাঁদে
রাস্তা মোছে দিনের কোলাহল
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আমার গাছে পায়নি যারা ছায়া
আমার গাছে পায়নি যারা ফল
তাদের কাছে আমায় নিয়ে চলো
তাদের বুঝি অন্য কোনো দল
তাদের বুঝি জানালাগুলো বন্ধ করে রাখা
তাদের বুঝি দুচোখ ভরা জল

বৃষ্টি এলে মাখবো কাদা মাঠে
চুল ভেজাবো ইচ্ছে করে রোজ
নোংরা জলে হাত ডোবাবো কবজি থেকে কোমর
পেতেও পারি নতুন কিছুর খোঁজ
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
কখন তুমি ডাকপিওনে আসো
কখন ছুটি পাথর ফেলা মাঠ
যখন কিছু কচুরিপানা ভেসে
খেজুর গুড়ে শীতের কালে আখ
ওদের বুঝি বায়না করা স্বভাব ধরে গেছে
আজকে তবে ওদের কথা থাক

মায়ের শাড়ী রেলিং থেকে ঝোলে
এক দু ফোঁটা জলের কণা পাই
আমার পারার রিক্সাওয়ালা গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...
আআ... আহা...



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link