Chokher Jaler Hoyna Kono Rang

চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আঁধার পথে
আঁকাবাঁকা

স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে

ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোঁয়ায় ঢাকা

চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা

ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল

কুড়িয়ে তোমার আঁচলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেব, কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিলো পাখা

চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আঁধার পথে
আঁকাবাঁকা

আঁকাবাঁকা
আঁকাবাঁকা



Credits
Writer(s): Hemanta Mukherjee, Mukul Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link