Pagla Jagai (Original)

নিশিকালো রাত আর পিচকালো রাস্তাকে
চিরে দিয়ে ছুটে চলে truck
নিশিকালো রাত আর পিচকালো রাস্তাকে
চিরে দিয়ে ছুটে চলে truck
ঘুমচোখো driver, চলে চাকা পরিবার
ফেলে আসা পথ হতবাক

সস্তার মদ খেয়ে truck-এর ছাতেতে শুয়ে
তারা গোনে ভবঘুরে helper পাগলা জগাই

রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"

ভূতুড়ে গাছের ছায়া, ফেলে আসা মোহমায়া
ঝাঁক বাঁধে জগাইয়ের চোখে
জগাই তবুও হাসে, নেশা করে অবকাশে
তারা গোনে আনন্দে-শোকে

হয়ত মনের কোণে জীবনের সুদ গোনে
বেহিসাবী জীবনের হাতে গোনা টাকা-আনা-পাই

রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"

ফেলে আসা তার গ্রাম, আরো কতশত নাম
ধূসর পথের ধুলো মেখে
তবে কি সেখানে কেউ পথ চেয়ে বসে আজও
আঁখিজলে আলপনা এঁকে

জগাই নির্বিকার, আকাশটা চোখে তার
পিছু ফিরে দেখা বা ভাবনার নেই কো বালাই

রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"

কখনো হিংসে হয় অবকাশে অসময়
'আমি কি জগাই হতে পারি?'
'আমিও তো তারা গুনি'
'আকাশকে কাছে টানি'
'আমিও কি দিতে পারি পাড়ি?'

আসলে তো আমি লোভী, মন ধনে থাকা কবি
পারব না হতে আমি helper মুক্ত জগাই

রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"

রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই যাই, ডাক দিয়ে যাই"
রাত বলে, "যাই-"



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link